নাজমুল হক সনি ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধারাবাহিক ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফল প্রকাশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টার সময় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের আলোকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন,অতিরিক্ত কৃষি অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী,ইন্সট্রাক্টর(ইউআরসি) রফিকুল ইসলাম, সরকারি শিক্ষা অফিসার অসীম কুমার সাহা,পাইলট উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ও বিদ্যালয়ের অভিভাবক সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোত্তাকিম হোসেন জুয়েলের পরিচালনায় অন্যান্যর মধ্যে প্রেস ক্লাব সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক,প্রচার সম্পাদক নাজমুল হক সনি, আনন্দ টিভির প্রতিনিধি সাংবাদিক নিখিল বর্মন,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে ধারাবাহিক ও তৃতীয় প্রান্তিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply