মোঃ নিজাম উদ্দিন সিলেট থেকে:
সিলেটে জেলার গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বল্লাঘাট বাবুলের জুম নামক স্থান থেকে এস আই ইমরুল , ও এ,এস,আই সাদ্দাম হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়া খেলার উপকরণ সহ ৫ জুয়াড়ীদের কে আটক করে । আটক কৃতরা হলো আবু তাহের, হেলুমিয়া, শাহীন আহমেদ,শাহজাহান, জিয়াউল, ।বিশ্বস্ত সূত্রে জানা যায় বাবুলের জোম নামক স্থানে দীর্ঘদিন থেকেই চলে আসছে প্রকাশ্যে জুয়া খেলা । এলাকার জনতা এ খেলা থেকে বিরত থাকার জন্য দীর্ঘদিন যাবত জুয়ারীদেরকে অনুরোধ করে আসলেও এ চক্রটি কারোর কোন কথাই তোয়াক্কা করছেনা বলে শেষ পর্যন্ত গতকাল শুক্রবার রাত দশটার দিকে গোয়াইনঘাট থানা পুলিশ চক্রটিকে আটক করতে সক্ষম হয় । সূত্রটি জানান এরা সকলেই পাথর শ্রমিক প্রকৃত জুয়ারীরা থেকে যায় ধরা ছোয়ার বাহিরে । সিলেট জেলার পূর্ব জাফলং এর বৃহৎ অঞ্চলটি পর্যটন এলাকা । এ অঞ্চলটি দেখবার জন্য দেশের সকল জেলার নারী-পুরুষ ছুটে আসেন প্রকৃতিরকন্যা জাফলং কে এক নজর দেখতে। সুযোগ বুঝে জোয়ারী সিন্ডিকেট ১০-১৫ জন মিলে হুট করে বসে যান পর্যটকের সামনে প্রকাশ্যে জুয়া খেলতে। জুয়ারী গন টাকা ধরলেই পেয়ে যান। খেলাটি অনভিজ্ঞ পর্যটক বৃন্দ দেখে তাদের মধ্যে খেলার উৎসাহ জাগরণ হয় কিন্তু তারা জানেন না যে চক্রটির সাথে পেরে ওঠা দায় ।মুহূর্তেই টাকাকড়ী হারিয়ে নিঃস্ব হয়ে প্রকৃতির কন্যা জাফলং উপভোগ করতে এসে খালি হাতে ফিরেন বাসায় । এ সিন্ডিকেটের নজরদারিতে রয়েছে পুলিশ প্রশাসন । পুলিশের উপস্থিতি টের পেয়েই এরা দৌড়ে পালিয়ে যান চক্রটি পুলিশের হাতে ধরা পড়েন সাধারণ পাথর শ্রমিক প্রকাশ্যে জুয়া খেলার খেলোয়ার । এরা সকলেই বাবুলের জুমের ভাড়াটিয়া বাসিন্দা । ২৩ শে ডিসেম্বর শনিবার এদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় ।
Leave a Reply