মোঃ ইব্রাহিম হোসেন।
গাজীপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য আলম আহমেদের উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ,ঘাগটিয়া,চালা বাজার, বাঘুয়া মাদ্রাসা, জাব, কামারগাঁও এছাড়াও সনমানিয়া ইউনিয়নেও এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লা, কেন্দ্রীয় জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুর রশিদ সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আরিফ, সিংহশ্রী ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক সভাপতি মো: আল-আমিন, সিংহশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম কাইয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আইনুদ্দিন, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন আকন্দ।
এছাড়াও কাপাসিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি হাফিজুল হক চৌধুরী আইয়ুব, ঘাগটিয়া ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান সরকার, সাবেক সাধারণ সম্পাদক মো: শহীদুল্লাহ সরকার, ঘাগটিয়া ইউপি’র ৯ নং ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন মোল্লাসহ স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আলম আহমেদ কে বিপুল ভোটে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা কোনো সংঘাত সংঘর্ষের মধ্যে নেই। নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বানও জানান তারা।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply