কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত (২২ ডিসেম্বর) উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া বাজার সংলগ্ন বরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, একই এলাকার ১’মো. রবিন মিয়া (১৯), পিতা মো. শাহজাহান মিয়া,২’ টুটুল মিয়া (২৮) পিতা মো. বাচ্চু মিয়া, ৩’মো.আশরাফুল ইসলাম (২২) পিতা মো. দুলু মিয়া, ৪’ মো. কবির হোসেন (২৬) পিতা মো. শহীদুল্লাহ্ এর সাথে মোসাম্মৎ ইয়াছমিন আক্তার (৪৫) স্বামী আঃ করিমের মেয়ে আফরোজা আক্তার মীম কে নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসে। ওই বিরোধকে কেন্দ্র করে তার বসত বাড়িতে ২১ তারিখ দিবাগত রাতে ঘরে আগুন লাগিয়েছে মর্মে করিমের স্ত্রী মোছাঃ ইয়াছমিন আক্তার বাদী হয়ে গত শনিবার সন্ধ্যায় কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ করেন।
বাদী ইয়াছমিন আক্তার জানায়, বাড়িতে কেউ না থাকায় রাতের আধাঁরে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে ঘরের আসবাবপত্র খাট,সুকেশ, ফ্রীজ, টিভিসহ অন্যান্য জিনিসপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে প্রায় দুই লক্ষাদিক টাকার ক্ষতি সাধন করে বলে জানান।
স্থানীয় মেম্বার তাজউদ্দীন জানান,ঘরে আগুন দিয়ে পোড়ানোর চিহ্ন পাওয়া যায় তবে কে বা কারা এ বিষয়ে জানিনা।
এ-ব্যপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা কওে ও তাকে না পাওয়া যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নী।
এ বিষয়ে থানার ওসি আবু বকর মিয়া বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply