জাহিদুল ইসলাম ///
বাকেরগঞ্জে শান্তি ও উন্নয়নের প্রতীক লাঙ্গল, জনগনের মঙ্গল’ এ স্লোগানে উজ্জীবিত হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নাসরিন জাহান রতনা লাঙ্গল মার্কার পক্ষে মাসব্যাপী বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা সমাবেশ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, মিছিল মিটিং করে ভোটারদের দৃষ্টি আকার্ষন করার পাশাপাশি সবার দোয়া ও সমার্থন কামনা করছেন। একই সাথে সকাল থেকে শুরু করে গভীর রাত্র পর্যন্ত ভোটার দের ঘরে ঘরে তার বার্তা নিয়ে হাজির হয়েছেন দলিয় নেতাকর্মী ও সমার্থকরা। তারপক্ষে মাঠে ভোট চেয়ে মাঠে আছেন তার স্বামী সাবেক মন্ত্রী ও মহাসচিব দলের কো- চেয়ারম্যান আলহাজ্ব এ বি এম রুহুল আমিন হাওলাদার, তার ছেলে আশিক আমিন ও তার কনিষ্ঠ কন্যা ব্যারিস্টার ফারহা ফিজা বিনতে আমিন। তাদের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং মানবিক উদারতার কারণে এরইমধ্যে ভোটারদের মন কেড়েছেন।
একাধারে ২০ বছর ধরে পৌরসভার চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা এমপি ও তিনবারের নির্বাচিত এমপি হিসেবে তিনি বাকেরগঞ্জে উপজেলাবাসীর নিকট ব্যপক সুপরিচিত একটি নাম। নেতাকর্মীদের কাছে তিনি একটি আদের্শ। ক্ষমতার দাম্ভিকতা তাঁকে কখনো স্পর্শ করতে পারেনি, তার দুয়ার থেকে কেউ খালি হাতে ফিরছেন এমন নজির নেই বলেই চলে। উপজেলা জুড়ে আজকে যত উন্নয়ন অগ্রগতি সব কিছুতেই তার অবধান রয়েছে। চেষ্টা পরিশ্রমের প্রভাবে তিনি অপরিসীম ভূমিকা নিয়ে কাজ করে গেছেন। সন্ত্রাস দুর্নীতিকে তিনি কখনো প্রশংয় দেননি, বাকেরগঞ্জ বাসীর কল্যানের স্বার্থে তিনি অশুভ শক্তির সাথে কখনো অপোষ করেননি। এক কথায় তিনি ছিলেন ন্যায়ের পক্ষে অবিচল একজন মহীয়সী নারী। তারপর ও তিনি বিশ্বাস করেন তিনি ভুলক্রটি উর্ধ্বে নন। তার কোথায়ও ভুল হয়ে থাকলে তারজন্য তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে আহবান জানিয়ে সেগুলো সূদরে নতুন করে সেবা করার সুযোগ চান। এরইমধ্যে তার আহ্বানে ছাড়া দিয়ে মাঠে নেমেছেন হাজার হাজার নারী-পুরুষ অবাল বৃদ্ধা বনিতারা। সবার মুখে মুখে এখন লাঙ্গলের জয়গান। বিভিন্ন দল ও মতের কয়েক হাজার মানুষ জাতীয় পার্টিতে প্রকাশ্য যোগদান করে এরইমধ্যে জানান দিয়েছেন তাদের সাংগঠনিক শক্তি।
গতকাল সোমবার বিকেল থেকে রাত অবধি তিনি বাকেরগঞ্জ পৌরসভার সদর রোড, বাকেরগঞ্জ বন্দর, কাঠের পুলসহ বিভিন্ন স্থানে লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন। এসময় তার সঙ্গে তার কনিষ্ঠ কন্যা ব্যারিস্টার ফারাহ বিনতে ফিজা সহ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মানিক হাওলাদার, সহঅধ্যাপক যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব মিত্র, পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফিরোজ আলম, উপজেলা মহিলা পার্টির সভাপতি কাজল বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ বেগমসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নাসরিন জাহান রতনার কনিষ্ঠ কন্যা ব্যারিস্টার ফারহা ফিজা বিন আমিন জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দারিদ্র বিমোচন, শিক্ষার প্রসার ও এলাকার রাস্তাঘাটের উন্নয়নের ঘোষণা দিয়ে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে ইতিমধ্যেই নতুন ভোটারদের নজর কেড়েছেন। তারা ৭ তরিখে ভোট দিয়ে পূনরায় জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করতে সহায়তা কামনা করছেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply