মোঃ ইব্রাহিম হোসেন, কাপাসিয়া প্রতিনিধি।
গত কয়েক দিন ধরে দেশজুড়ে বয়ে চলা শৈত্য প্রবাহের দরুন শীত যেন জেঁকে বসেছে। হাড় কাঁপানো এই শীতে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। বিশেষ করে শিশু, বৃদ্ধ, অসহায়, দরিদ্র,ছিন্নমূল মানুষের ঘাড়ে শীত এসেছে যন্ত্রণার খড়গ হয়ে। অতিমাত্রার শীতের প্রকোপে খেটে খাওয়া গরীব মানুষের পোহাতে হচ্ছে অবর্ননীয় দুর্ভোগ।যেন সামান্য একটু উষ্ণতার আজ খুবই অভাব। প্রকৃতির এই ক্রান্তিলগ্নে সামাজিক ও ব্যাক্তিগত দায়বদ্ধতা থেকে শীতার্ত অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দাড়িয়েছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “আলোকিত সুতিরকান্দা”।
গত ৩ জানুয়ারী বুধবার সকাল ৯ ঘটিকায় কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে এবং আলোকিত সুতিরকান্দা স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি এ. কে উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত অসহায় মানুষের মাঝে এক শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলোকিত সুতিরকান্দা স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জায়েদুল হাসানের সভাপতিত্বে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মোঃ বাবু শেখ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাগটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ ( হিরন মোল্লা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাগটিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বোরহান উদ্দিন নান্নু। হাফেজ আল-আমীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।
শীতবস্ত্র পাওয়া খিরাটি গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা বিলকিছ এবং আবদুর রশিদ জানান আমরা গরীব মানুষ টাকার অভাবে শীতের কাপড় চোপড় কিন্তে পারিনা এই সময়ে শীতবস্ত্র পেয়ে আমাদের খুবই উপকার হয়েছে। সভাপতি জায়েদুল হাসান বলেন,ক্ষুধা, দারিদ্র ও মাদক মুক্ত আদর্শ সমাজ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত আলোকিত সুতিরকান্দা সমাজের সার্বিক উন্নয়ন সহ অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে, এবং সাধারণ মানুষ সহ সকলের সহযোগিতায় আগামী দিনে আরো এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply