পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
জনমত জরিপে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এগিয়ে রয়েছেন। তাকে সমর্থন দিয়ে বাংলাদেশ কংগ্রেস সমর্থিত ডাব প্রতীকের প্রার্থী মুনসুর আহাম্মদ পাশা ভোটের মাঠে থেকে সরে দাঁড়িয়েছেন।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রায়পুরে এক সংবাদ সম্মেলনে ডাব মার্কার প্রার্থী মুনসুর আহাম্মদ পাশা এ ঘোষণা দেন। এর একদিন আগে শুক্রবার সন্ধ্যায় পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে মুক্তিজোটের মো. ইমাম উদ্দিন সুমনও (ছড়ি) ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।
লক্ষ্মীপুর -২ আসনের রায়পুর, দালাল বাজার, হায়দরগঞ্জ, টুমচর, কেরোয়া, বামনী, চরপাতা, চরলক্ষী ঘুরে ভোটারদের কাছ থেকে জানা যায়, বেশীর ভাগ ভোটার নৌকার প্রার্থী এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়নকেই ভোট দিবে। বিগত দিনে এমপি নয়ন এই আসনে ব্যাপক উন্নয়ন কাজ করেছে বিধায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া তিনি ব্যাক্তি হিসেবে অত্যন্ত সৎ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply