ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী
নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষনা দিয়েছেন চাঁদপুর-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদ। রবিবার দুপুর ২ টায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সম্মেলনে এ ঘোষনা দেন তিনি।
এ সময় তিনি বলেন, গতকাল (শনিবার) রাত থেকে আমার বাড়ির সামনে ককটেল ফুটিয়ে, আমার ভোটার এবং এজেন্টদের হুমকি ধামকি প্রদান করে ভীতি সঞ্চার করে আসছে। আমার গাড়িতে হামলা করা হয়েছে। আমার কর্মীদের শারিরীকভাবে নির্যাতন করা হয়েছে। আমি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেও প্রতিকার পাইনি। আমি প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন তুলতে চাই, এই কি আপনাদের ফ্রি, ফ্রেয়ার এন্ড প্রেডিবল ইলেকশন? এমতাবন্থায় আমি নির্বাচন বর্জন করলাম। জাতীয় পার্টির ফরিদগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply