মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর মোট ৪ টি আসনের ১ টিতে মহাজোট প্রার্থী অন্য তিনটি আসনে নৌকা মার্কার প্রার্থীদের বিজয় হয়েছে।
বিজয়ীদের মধ্যে পটুয়াখালী-১ আসনে মহাজোট প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার ৫৪৬৩৪ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কংগ্রেস পার্টির নাসির উদ্দিন তালুকদার ডাব মার্কা পেয়েছে ২৬৮৭৪ ভোট। বিজয়ী ফলাফল লাঙ্গল – ৮১৫০৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব -২৬৮৭৪ ভোট
পটুয়াখালী-২ বাউফল আসনে
আসম ফিরোজ (নৌকা) ৮৮,৮৯৭/ নিকটতম প্রার্থী মোঃ মহোসীন (লাঙ্গল) ২১,০৭৭ ভোট।
পটুয়াখালী-৩ (গলাচিপা- দশমিনা) আসনে বিজয়ী নৌকার প্রার্থী এসএম শাহজাদা সাজু-৯৪,৪১৬,স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক আবুল হোসেন-৫৯,০২৪ ভোট।
পটুয়াখালী-৪ রাঙ্গাবালী-কলাপাড়ায় অধ্যক্ষ মহিববুর রহমান (নৌকা)- ৫৬,২৫৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান তালুকদার (ঈগল)- ৪৫,৪২০ ভোট।
পটুয়াখালীর সর্বমোট ৪ টি আসনের দলীয় মনোনয়ন নিয়ে ৩ টিতে নৌকা মার্কা ও একটিতে আওয়ামিলীগ মহাজোট প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার নির্বাচনের ভোট যুদ্ধে জয়লাভ করেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply