হিরু আলম পেকুয়া প্রতিনিধি:
যারা আমার জন্য নির্বাচন করেছে, যারা করেনি কিংবা যারা কেন্দ্রে গিয়ে ভোটও দেয়নি; তাঁদের সকলকে নিয়েই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পেকুয়া গড়ে তোলা হবে। যারা এতোদিন দখলবাজি ও অস্ত্রবাজি করেছেন আপনারা সতর্ক হোন। শান্তিপূর্ণ পেকুয়া গড়তে কোন ব্যাপারে ছাড় দেওয়া হবেনা।’ সোমবার দুপুরে পেকুয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় এসব কথা বলেন চকরিয়া-পেকুয়ার সাংসদ সৈয়দ মো. ইবরাহিম বীরপ্রতীক।
উপজেলা হলরুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী।
সাংসদ ইবরাহিম আরও বলেন, পেকুয়ার আর কোন নাগরিককে মিথ্যা মামলার মতো জঘন্য ব্যাপার দিয়ে হয়রানি করা যাবেনা। তবে কেউ যদি অপরাধ করে থাকে তাহলে সে যে দলের হবে হোক তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। পেকুয়ার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।
এসময় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সিআইপি, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উম্মে কুলসুম মিনু, সহকারী কমিশনার (ভুমি) রুম্পা ঘোষ, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টচার্য্য, সদর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ছাবের হোসেন, সাবেক জেলা আ.লীগ নেতা আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী, এস.এম গিয়াস উদ্দিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, সভাপতি সাইফুদ্দিন খালেদ, মহিউদ্দিন মুকুল, মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, আ. লীগ নেতা সাংবাদিক জহিরুল ইসলাম, উজানটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.বারেক, সাংবাদিক বেলাল উদ্দিন বিল্লাল, সাংবাদিক জালাল উদ্দিন প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী, কৃষি কর্মকর্তা তপন কান্তি, মৎস্য কর্মকর্তা আমিন আনোয়ার, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান বদিউল আলম জিহাদি, সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহ, রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল, উজানটিয়া ইউপির চেয়ারম্যান তোফাজ্জল করিম, শিলখালী ইউপির চেয়ারম্যান কামাল হোসাইন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply