পেকুয়া প্রতিনিধি:
প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় ও পরিবারের অত্যাচারে পালিয়ে বিয়ে করে এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন নবদম্পতি। প্রেম করে পালিয়ে বিয়ে করায় মেয়ের পরিবার থেকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওই দম্পতির।
ভুক্তভোগী ওই নবদম্পতি হলেন- পেকুয়া উপজেলা ৯নং টৈটং ইউনিয়নে সোনাইছড়ি মোকতার আহমদ ছেলে হুমায়ুন মোরশেদ ও একই গ্রামের কাইছার উদ্দিনের মেয়ে জারজিনা সামিয়া। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন তারা।
এ সময় হুমায়ূন মোরশেদ বলেন, আমার সঙ্গে জারজিনা সামিয়া দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। সম্পর্কে কথা পারিবারিকভাবে জানালে মেয়ে পরিবার অসম্মতি জানায়। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা দু’জন প্রাপ্তবয়স্ক। তবে তাদের পারিবারিক চাপে প্রতিটি মুহুর্তেই আমাকে মৃত্যুভয়ে থাকতে হচ্ছে। যেকোনো মুল্যে তারা আমাকে বা আমার পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করেছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আমদের কাছে সবকিছুর প্রমাণ আছে। আমাদের কাবিননামা হয়ে গেছে।
এ বিষয়ে জারজিনা সামিয়া অভিযোগ করে বলেন, হুমায়ূন মোরশেদ সাথে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সেটি আমার বাসায় জানালে বাসা থেকে কেউ মেনে নেয়নি। এরপর আমার কলেজ যাওয়া বন্ধ করে দেয়, আমার ফোনও নিয়ে নেয়। আমাদের প্রেমের বিষয়ে পারিবারিক জানাজানি হলে আমার পরিবার আমাকে বিয়ে জন্য চাপ প্রয়োগ করেন মাঝে মাঝে আমাকে এসব বিষয়ে অনেক নির্যাতনের শিকার হতে হয়। শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার দিনদিন বৃদ্ধি পেতে থাকে, তখন আমি বুঝতে পারি আমার ক্ষতি হতে যাচ্ছে। তখন হুমায়ূন মোরশেদের সঙ্গে যোগাযোগ করে পালিয়ে এসে আমরা স্বেচ্ছায় বিয়ে করি।
বর্তমান সমস্যার কথা তুলে ধরে এই নবদম্পতি বলেন, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই সুন্দরভাবে জীবনযাপন করতে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা নিজেদের জীবনের নিরাপত্তা চাই।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply