কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হামজা’র সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর ৪ আসনের সংসদ সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানত হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিদ দর্জি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, উপজেলা সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান,জেলা পরিষদের সদস্য উম্মে কুলসুম শিল্পী প্রমুখ।
আয়োজিত বর্ধিত সভায় ছাত্রলীগের নেতাকর্মীরা অঙ্গীকার করে বলেন, ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী আগামীদিনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বিগত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মোস্তাক রুপী কিছু ছাত্র লীগের কর্মীরা নৌকার বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে উপজেলা আওয়ামী লীগের সমন্বয়ে দল থেকে বহিষ্কারসহ শুন্য পদগুলো পূরন করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
প্রধান অতিথি প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেন, খারাপ মানুষের কাছ থেকে দুরে থাকতে হবে, খারাপ মানুষ মুখোশ পরে সাধারণ মানুষের কাছে মিশে গিয়ে ভালো মানুষকে খারাপ করে তুলে, এসব মানুষের কাছ থেকে দুরে থাকার অনুরোধ করেন তিনি।
এ-সময় উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply