কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার নবীপুর গ্রামের কৃষক গিয়াস উদ্দিনের ২০টি মেহগনি গাছ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৯ জানুয়ারি ) দিবাগত রাতে উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক গিয়াস উদ্দিন, পিতা মৃত: পাঁচু বেপারী। তিনি সোনারুয়া মৌজায় খরিদা সম্পত্তি যাহা ৩০ বছরের অধিককাল যাবৎ বিভিন্ন ফলজ ও কাঠ গাছ রোপণ করিয়া ভোগদখল রত। কিন্তু তিল তিল করে গড়ে তোলা বনজ বৃক্ষ বাগানের স্বপ্নকে শত্রুতা করে নিমিষেই শেষ করে দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে তার লাগানো ২০টি মেহগনি গাছ।
কৃষক গিয়াস উদ্দিন দৈনিক জবাবদিহি কে জানান, এই জমিতে ফলজ গাছের পাশাপাশি লাগান মেহগনি গাছ। আর জমির চারপাশ দিয়ে এসব গাছ লাগালেও ভেতরের জমি বর্গা দিয়েছিলেন কলা চাষিকে। বৃদ্ধ কৃষক গিয়াস উদ্দিনের কোন সন্তান সন্ততি না থাকায় গাছ লাগানোর পরে সেখানে তার খুব কমই যাতায়াত হইতো। আর বর্গা নেওয়া চাষিই তার সেই গাছগুলো দেখাশোনা করতেন। কিন্ত কেউ শত্রুতা করে রাতের আঁধারে মেহগনি সবগুলো গাছ কেটে দিয়েছে।
তিনি আরও বলেন, আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তবে হিংসা করে কেউ এ কাজ করতে পারেন। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। মানসিকভাবে আমি অনেক কষ্ট পেয়েছি। কেউ তার হদিস দিতে পারেনি। এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেছি। এভাবে চলতে থাকলে আমি আর কৃষিতে আগাতে পারবো না।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় এলাকার কারও সঙ্গে তাদের কোনো ধরণের ঝামেলা নেই।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর মিয়া বলেন, রাতের আঁধারে কৃষকের গাছ কাটার বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply