মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই জহিরুল আলম (৪১) এর মৃত্যু হয়েছে।
এঘটনা ঘটে আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) , সকালে শ্যালক
তরিকুল ইসলাম (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাতে গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ
ঘটনা ঘটে। মৃত জহিরুল আলম
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের মৃত সিরাজুল আলম এর পুএ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে জহিরুল আলম তার শশুর বাড়িতে বেড়াতে যায়। বিকালে তাদের
পারিবারিক কলহের জেরে শ্যালক তরিকুলের সঙ্গে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে তরিকুল তার ভগ্নিপতি জহিরুল
কে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে
পিটিয়ে গুরুতর যখম করে।
জহিরুলের ডাক চিৎকার শুনিয়া স্থানীয় লোকজন এসে
তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে
এবং তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন এবং বরিশাল
শেবাচিম হাসপাতালে নেওয়ার
পথে তার মৃত্যু হয়।
এব্যপারে গলাচিপা থানার ওসি ফেরদৌস আলম জানান, “লাশ
ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে প্রেরন করা হয়েছে ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply