মোঃ মামুন হোসাইন। পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ডিসি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধণ করা হয়েছে। ৩১.০১.২৪ইং তারিখ রোজ বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে টুর্নামেন্টের উদ্বোধণ করেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। টুর্নামেন্টে মোট ২৪টি টিম পৃথক ৪টি গ্রুপে ৬০টি ম্যাচ খেলবে। এর মধ্যে চ্যাম্পিয়ন টিমের জন্য রয়েছে ১ লক্ষ টাকা এবং রানার্স আপ টিমের জন্য রয়েছে ৫০ হাজার টাকার প্রাইজমানি। টুর্নামেন্টের উদ্বোধণ উপলক্ষে আলোকসজ্জা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply