মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় আরাফাত হোসেন নামে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রয়ারি) দুপুরে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে গিয়ে গুরুত্বর আহত হয়ে রাজশাহী মেডিক্যালে যাওয়ার পথে ওই শিশুর মৃত্যু হয়। নিহত শিশু আরাফাত হোসেন উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লার মো. লাবু প্রাং এর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে পুরানপাড়া মহল্লায় রসুনের জমিতে একজন অটোভ্যান চালক ভ্যান রেখে একটু দুরে যায়। পরবর্তীতে নিহত শিশুর চাচাতো ভাই ফাহাদ হোসেন আরাফাতকে ভ্যানে বসিয়ে রেখে অট্যোভ্যান চালিয়ে কিছুদূর নিয়ে যেতেই ভ্যানটি বালুর রাস্তায় উল্টে যায়। এতে শিশু আরাফাতও ভ্যানের নিচে পরে যায়। ঘটনাস্থল থেকে শিশু আরাফাতকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে প্রেরণ করেন। এম্বুলেন্স যোগে রাজশাহী যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন দুর্ঘটনায় শিশু আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply