মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রামে হেরোইন বহনের দায়ে মাহফুজ নিশান’র(২০)
যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ ও সেসাথে ৫০ হাজার টাকা জরিমানা
করেছেন আদালত। একই মামলায় ইবনে সিনা সৃজন (২১) কে খালাস
আদেশ দেন আদালত।
আজ সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক
অ¤øান কুসুম জিষ্ণু এই রায় ঘোষণা করেন।
সাজা প্রাপ্ত মাহফুজ নিশান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর
থানার রহনপুর এলাকার নুনগলা গ্রামের মোহাম্মদ আলী পান্নার ছেলে।
খালাস প্রাপ্ত ইবনে সিনা সৃজন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার
সিএন্ডবি ঘাট রহমতপাড়ার আহসানুল কবিরের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ জানুয়ারী বড়াইগ্রাম
উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে চেকপোস্ট পরিচালনা করেন র্যাব-৫।
এসময় একটি মোটরসাইকেলে তিনজন আরোহীকে আসতে দেখে
থামানোর সংকেত দেয় র্যাব সদস্যরা। এসময র্যাব সদস্যেদের উপস্থিতি
টের পেয়ে পালানোর সময় র্যাব সদস্যরা মাহফুজ নিশানকে আটক করতে
পারলেও আরো দুইজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে মাহফুজের
শরীর তল্লাশী করে ৩’শ ১০গ্রাম হেরোইন উদ্বার করা হয়। পরে প্রাথমিক
জিজ্ঞাসাবাদে মাহফুজ নিশান পলাতক আসামী ইবনে সিনা সৃজনের
সম্পৃক্তার কথা জানান। এঘটনায় আলামতসহ আটক মাহফুজ নিশানকে
বড়াইগ্রাম থানায় হাজির করে এজাহার দায়ের করেন ডিএডি নায়েক
সুবেদার মোতালেব হোসেন।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউশন আরিফুর রহমান (
ভারপ্রাপ্ত) বলেন, ২০২২ সালে একটি মাদক মামলায় হেরোইন বহনের দায়ে
আসামী মাহফুজ নিশান’র উপস্থিতিতে৩৬(১) টেবিলের ৮(গ) ধারায়
যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ ও সেসাথে ৫০ হাজার টাকা জরিমানা
করেছেন আদালত। অনাদায়ে আরো ছয়মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন।
একই মামলায় ইবনে সিনা সৃজনের কে ৩৬(১) টেবিলের ৮(গ) ৪১ ধারায়
অপরাধ প্রমানিত না হওয়ায় খালাস আদেশ দেন আদালত। এ রায়ে রাস্ট্র পক্ষ
সন্তুষ্টি প্রকাশ করেছেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply