কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গাজীপুরে কাপাসিয়া উপজেলার সুফল ভোগীদের মাঝে প্যাকেজ ভিত্তিক অনুদানের মুরগি বিতরণ করা হয়েছে ।
(৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজনে ৭৫ টি পরিবারকে ১৫০০ মুরগির বিতরণ করা হয় ।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমানত হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার।
প্রাণীসম্পদ উপ-সহকারী কর্মকর্তা আরিফ হোসেনের সঞ্চালনায়, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি, উপজেলা মৎস্য অফিসার মোঃ আশরাফুল্লাহ, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন, প্রাণিসম্পদ উপ সহকারী কর্মকর্তা বেলায়েত হোসেন, কাজী রাজীবসহ দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও জন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সদস্যগন উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply