কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল ১৫ ফেব্রুয়ারী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো.মাহবুবুর রহমান ভুইয়ার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাচন অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
প্রার্থীরা হলেন,সনমানিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বার বার নির্বাচিত মেম্বার মোবারক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল হক, মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মোহাম্মদ সোলায়মান মোল্লা, শাহ আলম কাজল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ কাউছার কিবরিয়া প্রমুখ। এ নির্বাচনে সাধারণ মানুষের সাথে কথা বলে জানাযায় আবদুল হক, মোবারক হোসেন ও কাউসার কিবরিয়ার ত্রিমোখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটের মাঠে কৌশল যে কাজে লাগাতে পারবে তিনিই বিজয়ী হবেন বলে ভোটাররা জানান।
আগামী ১৮ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও এড. আবদুল মালেক ভুইঁয়ার মৃত্যুতে এ ইউনিয়ন শূন্য হয় । আগামী ৯ মার্চ সনমানিয়া ইউনিয়ন পরিষদের ইলেকশন হবে।
Leave a Reply