সেলিম মাহবুব,সিলেটঃ
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত সৈয়দ পাবেল আহমদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত অনুমান ১০ ঘটিকার সময় জৈন্তাপুরের মোকামপুঞ্জি এলাকায় সিলেট তামাবিল সড়কে একটি পিক-আপের ধাক্কায় ৩ জন আহত হলে রাতেই জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা ও মোকামবাড়ি গ্রামের মোঃ আলা উদ্দিনের ছেলে সৈয়দ শিহাব আহমদের মৃত্যু হয়।
পরে মোকামবাড়ি গ্রামের আব্দুল হান্নানের ছেলে আহত সৈয়দ পাবেল আহমদেরও মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) বাদ যোহর মোকামবাড়ি মাদ্রাসা মাঠে সৈয়দ শিহাব আহমদ ও সৈয়দ পাবেল আহমদের জানাজা অনুষ্ঠিত হয়। একই সময়ে বাউরভাগ উচ্চ বিদ্যালয় মাঠে নিহত ফয়সাল রেজার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ৩ যুবকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি। এক শোক বার্তায় সাবেক মন্ত্রী ইমরান আহমদ বলেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালেই ঝরে গেলো তিন-তিনটি তাজা তরুণ প্রাণ। তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply