সেলিম মাহবুব,সিলেটঃ
দোয়ারাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রওশন আলী (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেক যুবককে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৮ মার্চ ) সকালে উপজেলার দোয়ারাবাজার টেবলাই সড়কের মুতির দোকান পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত রওশন আলী উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মিরন মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার (৮ মার্চ ) সকাল ১০ টার দিকে উপজেলার নরসিংপুর থেকে সুনামগঞ্জে যাওয়ার পথে টেবলাই মুতির দোকান সংলগ্ন পয়েন্টে পৌঁছা মাত্র পথচারী এক মহিলাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেন রওশন আলী। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত হয়েছেন ও গুরুতর অবস্হায় আহত ১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।##
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply