সেলিম মাহবুব,সিলেটঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজ”দেশে ফেরা” এর একটি ভিডিওতে সন্ধান মিলেছে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের নিঁখোজ মহিলা গুল বাহার বেগমের।
জানাগেছে প্রায় ৩৫ বছর আগে নারী পাচারকারিদের খপ্পরে পড়ে পাকিস্তানে চলে যান ওই মহিলা। এরপর থেকেই তিনি নিখোঁজ। পরিবারের কারো সাথে তার আর কোন যোগাযোগ নেই। গুল বাহার বেগম ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে বাবুল মিয়া পেশায় একজন রিকশা চালক।
“দেশে ফেরা” নামের যে ফেইসবুক পেইজে গুল বাহার বেগমের ভিডিও ভাইরাল হয়েছে বা পেইজের টিম মহিলার সন্ধান খুঁজে বের করেছে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। পেইজের টিম ম্যানেজার বা এডমিন রফিকুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করেছেন স্থানীয় অনেক লোক। গুল বাহার বেগমের দেশে ফেরার আশ্বাস ও পাওয়া গেছে। গুলবাহার বেগম দেশে ফিরতে চান। তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হয়েছে।তার ছেলে রিকশা চালক বাবুল মিয়া এব্যাপারে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে যাচ্ছেন। ফেইসবুক পেইজের এডমিন রফিকুল ইসলাম কথা দিয়েছেন গুল বাহার বেগমকে তার ছেলে বাবুল মিয়ার হাতে পৌঁছে দিতে। গুল বাহার বেগমের দেশে ফেরা যেন এক নতুন জীবনে পা রাখা। দেশ বিদেশের ব্যাপার থাকায় তাকে দেশে ফিরিয়ে আনতে কিছু সময়ের প্রয়োজন হবে। এব্যাপারে জাতুয়া গ্রামের মুরব্বি ও যুবকেরা বাবুল মিয়াকে আর্থিকভাবে সহযোগিতা করবেন বলে জানাগেছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply