কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়া থানার পুলিশের উদ্যোগে বিভিন্ন ব্যাংক ম্যানেজার, বনিক সমিতির নেতৃবৃন্দ,জুয়েলারি সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ ২০ মার্চ বুধবার দুপুরে কাপাসিয়া থানার সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে বিভিন্ন বিপনী বিতান, শপিংমল, ব্যাংকসমূহের নিরাপত্তা, যানবাহনের শৃংঙ্খলা, সড়ক দুর্ঘটনা রোধ, শ্রমিক অসন্তোষ ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা, আইন শৃংঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে আলোচনা করা হয়।
থানার অফিসার ইনচার্জ মো আবুবকর মিয়া সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার এস আই সামসুল হক সুমন, কাপাসিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রধান, আমরাইদ বাজার সমিতির সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সরাফত মোল্লা, সাংবাদিক নূরুল আমীন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী চিত্ত রঞ্জন সাহা, চন্দন রক্ষিত, সাইফুল ইসলাম শাহীন, ম্যানেজার আসাদুজ্জামান, রিজওয়ান চৌধুরী, প্রমুখ।
আগামী ২১ মার্চ থানা পুলিশ ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের উপস্থিতে যানজট নিরসনের বিশেষ ভূমিকা পালন করবে বলে অফিসার ইনচার্জ আশাবাদ ব্যক্ত করেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply