1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
সিএমপি গোয়েন্দা অভিযানে চোরা মোবাইল মালামাল’সহ চক্রের আটক-৪-গাজীপুর সংবাদ  উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার দাবিতে রাণীশংকৈলে বিএনপি’র কর্মীসভা-গাজীপুর সংবাদ  নাটোরের লালপুর উপজেলা নির্বাচন: প্রচারণায় এগিয়ে শহীদ মমতাজ উদ্দিনের পুত্র সাগর-গাজীপুর সংবাদ  মাদক’সহ ১ কারবারি আটক র‍্যাব-১৪-গাজীপুর সংবাদ  পেকুয়ায় বন বিভাগের জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষের আশংকা-গাজীপুর সংবাদ  সিএমপি আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন-গাজীপুর সংবাদ  প্রকাশিত সংবাদের প্রতিবাদ-গাজীপুর সংবাদ  আরসা প্রধান মাস্টার সলিম, বিপুল অস্ত্র গ্রেনেড রকেট সেল’সহ আটক-২-গাজীপুর সংবাদ  নাটোরে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, স্কুল ছাত্রী উদ্ধার-গাজীপুর সংবাদ  চোরাই ৫ মোটরসাইকেল’সহ কেনাবেচা চক্রের আটক-৪। সিএমপি-গাজীপুর সংবাদ 

ভালুকায় ইউপি সদস্য কতৃক সালিশে, ২০হাজার টাকা জরিমানা করেও,ভুক্তভোগী পেলোনা কিছুই-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৮ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ১১নং রাজৈ ইউনিয়নের মধ্যে রাজৈ গ্রামের দিন মজুর গাজু শেখের বাড়ীর চলাচলের রাস্তায় গত (২জানুয়ারি) বাঁশ দিয়ে বাঁধা প্রধান করে, একই গ্রামের মনোয়ারা বেগম,তার স্বামী নাজিম উদ্দীন শেখ,সারোয়ার সহ আরোও লোকজন, উক্ত কাজে বাধা প্রদান করে গাজু শেখের স্ত্রী জোছনা খাতুন।

তখন মনোয়ারা বেগম সহ সবাই জোছনা খাতুন কে এলোপাতাড়ি মারধর শুরু করে, এবং এক পর্যায়ে সারোয়ারের হাতে থাকা দেশীয় অস্ত্র দা দিয়ে হত্যার উদ্দেশ্য জোসনা খাতুনের মাথায় কুপ দেয়। জোসনার চিৎকারে আশেপাশের লোক জন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। জোসনার অবস্থা আশংকা জনক দেখে চিকিৎসার জন্য তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

ঠিক ঐ রাতে অথাৎ ৩জানুয়ারি গাজু শেখের বাড়ী ফাঁকা পেয়ে, রাতের আধারে তার দেশি জাতে একটি গবাদি পশুর শরীলে আগুন লাগিয়ে দেয় মনোয়ারা বেগম।

পরে এই বিষয়ে গাজু শেখের ছেলে ফজলুল হক বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে, আর সেই লিখিত অভিযোগের সততা যাচাই করতে ঘটনার স্হলে পুলিশ গেলে, স্হানীয় ৮নং ইউপি সদস্য জামাল উদ্দিন স্হানীয় ভাবে বিষয় টি আপোষ মিমাংসা করে দিবে বলে পুলিশ কে আশ্বাস দেয়।

কিছু দিন পরে স্হানীয় নেতৃবৃন্দের উপস্থিতে সালিশে বসে ইউপি সদস্য জামাল উদ্দিন, আর উপস্থিতি সকলের সামনে জোছনা খাতুন ও গবাদি পশুর চিকিৎসা বাবদ ২০হাজার টাকা জরিমানা করে নাজিম উদ্দীনের,কিন্তু তারিখের পর তারিখ দিয়ে যায় ইউপি সদস্য জামাল উদ্দিন। ভোক্ত ভোগী পরিবার ক্ষতি পূরন বাদ কিছুই পেলো না।এক মাস পরে ঐ ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, নাজিম উদ্দীন আমার কথা শুনেনা,তোমাদের যা ভালো মনে করো তা করো।

ভুক্তভোগীর ছেলের ফজলুল হক বলেন,আমার মায়ের উপর হামলা ও আমার মাকে শ্লীলতাহানি করেছে এবং আমার একটি গবাদি পশুর গায়ে আগুন দিয়ে পুড়ে ফেলেছে, অথচ আমি স্বাধীন দেশের নাগরিক হয়েও কোন বিচার পেলাম না, আমি প্রশাসনের কাছে এটার সুষ্ঠ বিচার চাই, কারন নাজিম উদ্দীন ও তার স্ত্রী মনোয়ারা আমাদের কে সব সময় বিভিন্ন হুমকি স্বরূপ বলে আসে তোর মায়ের মাথা ফাটিয়েছি,গরুর পুরেছি,আমার কিছুই হয়নি।তোদের সবাই কে পুড়িয়ে মারবো।

এই বিষয়ে ইউপি সদস্য জামাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সালিশ করে দু’পক্ষ কে আপোষ মিমাংসা করার চেষ্টা করেছি, কিন্তু আমার কথা নাজিম উদ্দীন ও মনোয়ারা কেউ মানে না, সুতরাং আমার করার কিছুই নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024
Developer By Zorex Zira

Design & Developed BY: ServerSold.com

https://writingbachelorthesis.com