মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
আসন্ন পটুয়াখালী ১৩নং ভূরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউপি উন্নয়নের রুপকার রুবেল আহম্মেদ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
বর্তমান ইউপি চেয়ারম্যান আধুনিক, স্মার্ট ও ইউনিয়ন গড়ার কারিগর, উন্নয়নের রপকার-রুবেল আহাম্মেদ ১৩নং ভুরিয়া ইউনিয়ন পরিষদে আজ শনিবার ১১:৩০ মিনিটের সময় টিসিবি মাল প্রদান কালে সকল নাগরিক বৃন্দের কাছে আন্তরিক দোয়া চেয়েছেন এবং তাঁর সকল আত্মীয় -স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও বিশেষ করে ইউনিয়নে বসবাস বৃন্দ ও নানা মিডিয়ার গণমাধ্যমকর্মীদের
কাছে সার্বিকভাবে সহযোগিতা
চেয়েছেন।
তিনি আরও বলেন -তার আমলে ইউনিয়নে অসংখ্য উন্নয়ন মুলক কাজ করেছেন যেমন -রাস্তা, কালভার্ট, ব্রীজ, স্কুল মাদ্রাসা, মসজিদ, মন্দির, ক্লিনিকসহ নানান উন্নয়ন মুলক কাজ করেছেন, তিনি পূনরায় বিজয়ী হলে, তার অসমাপ্ত কাজগুলো করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইউপি ভোটাররা সাক্ষাৎকারে বলেন- বর্তমান ইউপি চেয়ারম্যান রুবেল আহম্মেদ খুব ভালো মানুষ এবং মডেল ভূরিয়া ইউনিয়ন গড়ার রুপকার ও উন্নয়নের অগ্রদূত, তাই আমরা সবাই ২৮শে এপ্রিল ইউপির নির্বাচনে পূনরায় তাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই বলে জানান ইউনিয়ন বাসির জনগণ।
Leave a Reply