পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
রায়পুর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন এর বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
২৫ মার্চ সোমবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদের সভাপতিত্বে, ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্যে প্রদান করেন, রায়পুর সরকারী কলেজের অধ্যক্ষ আমানত হোসেন দিদার, রায়পুর পৌর মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মুনিরা খাতুন, রায়পুর থানা অফিসার ইনচার্জ ইয়াছিন ফারুক মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, সাবেক পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন পাঠান, রায়পুর আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ নিজাম উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বিদায়ী নির্বাহী কর্মকর্তার সময়ে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভুয়সী প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি সুচারুরুপে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন বলে অভিমত ব্যক্ত করেন তারা।
Leave a Reply