সেলিম মাহবুব, সিলেটঃ
ছাতকে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন, ছাতক পৌরসভা ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনটি সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে পালন করে। পবিত্র রমজান মাস চলমান থাকায় দিবসটি মুল কার্যক্রম পালন কওে অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলি বাদ দেয়া হয়। দিবসের প্রত্যুষে মাধবপুর শিখা সতের স্মৃতিসৌধে ৩৩ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে মুহিবুর রহমান মানিক এমপি স্মৃতিসৌধে পুস্পস্তোবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
করেন। একই সাথে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্নার নেতৃত্বে উপজেলা প্রশাসন, সহকারী সিনিয়র পুলিশ সুপার, ছাতক সার্কেল রনজয় কুমার মল্লিকের নেতৃত্বে ছাতক থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন সংগঠন শিখা সতের স্মৃতিসৌধে পুস্পস্তোবক অর্পণ করেন।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে শহরের কেন্দ্রিয় শহীদ মিনারে পৌর পরিষদের পক্ষে পুস্পস্তোবক অর্পণ করেন। একই সাথে উপজেলা ও পৌর আওয়ামীলীগের পক্ষে কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তোবক অর্পন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা
আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার, এবাদুল হক এমাদ, প্রণয় কুমার আচার্য মুন্না, সাবেক কাউন্সিলর মাসুক মিয়া, সুদীপ দে, শরিফ আলমসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ নেতাকর্মী। ছাতক পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব খান মোহাম্মদ ফারাবী, পৌর কাউন্সিলর হাজী নাজিমুল হক, ইরাজ মিয়া, কর্মকর্তা জামাল মিয়া, রতন দেসহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ প্রমুখ।
এ ছাড়া শিখা সতের স্মৃতিসৌধে পুস্পস্তোবক অর্পণ করেন ছাতক সরকারী ডিগ্রি কলেজ, সরকারী টেশনিকেল স্কুল ও কলেজ, ফায়ার সার্ভিস, হোটেল মালিক সমিতি সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সঙগঠনের নেতৃবৃন্দ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে(মন্টুবাবুর মাঠ) জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচী আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুহিবুর রহমান মানিক এমপি। পরে মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিএনসিসি দলের কুচকাওয়াজ প্রদর্শন শেষে আলেচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য
রাখেন তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্নার সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, সহকারী পুলিশ সুপার রনজয় কুমার মল্লীক, সাবেক পৌর ময়ের আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবাক সৈয়দ আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী, ওসি শাহ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, পিআইও কেএম মাহবুব রাহমান,
যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, দুলন তরফদার, সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল প্রমূখ। এসময় সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply