পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুরে বেঙ্গল স্যু ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের, শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বেতন ও ঈদ বোনাসের দাবিতে তারা আজ শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে। ওই সময় বিক্ষুব্ধ শ্রমিারা কারখানার প্রধান ফটক ও রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় ৩ ঘন্টা অবরোধের কারনে ঢাকা-রায়পুর মহাসড়কে শতাধিক গাড়ি আটকে পড়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান, সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি, রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার ও সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইউসুফ জালাল কিসমত। তাঁদের উপস্থিতিতে মালিক-শ্রমিক বৈঠক শেষে কর্তৃপক্ষ রোববার দুপুরের মধ্যে বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
এর আগে কোনো পূর্ব ঘোষণা ও বেতন-ভাতা না দিয়েই কর্তৃপক্ষ ৩০ মার্চ থেকে আগামি ১৫ এপ্রিল পর্যন্ত কারখানা ছুটির ঘোষণা দিলে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে শ্রমিকরা জানিয়েছেন। এছাড়াও কারখানার স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদেরও ৬-৭ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে বলে জানা যায়।
এ কারখানায় ১ হাজার ৯শ’ ৫০ জন শ্রমিক কর্মরত। তাদের ২ থেকে ৬ মাসের বেতন বাকি রয়েছে। বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করেই ঈদ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
বেঙ্গল স্যু ইন্ডাষ্ট্রিজ লি: এর জেনারেল ম্যানেজার বিপ্লব পাল বলেন, ‘ব্যাংকিং সমস্যার কারণে রপ্তানি বিল উত্তোলন করা যায়নি। এ কারণে শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করা সম্ভব হয়নি। রোববার বিকালের মধ্যে তাদের পাওনার ১৫% পরিশোধ করা হবে। ঈদের পর মালিকপক্ষ আসলে এবং ব্যাংক চালু হলে সকলের দাবি-দাওয়া পূরণ করে দেওয়া হবে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করানো হয়েছে। রোববার ১২টার মধ্যে শ্রমিকদের প্রাপ্যের একটি অংশ পরিশোধের বিষয়ে মালিকপক্ষ আশ্বাস দিয়েছেন। শ্রমিকদের আন্দোলন শান্তিপূর্ণ হওয়ায় সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply