মোঃ মামুন হোসাইন। স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চারটি ব্যাটারী চালিত অটো ও ১ টি মিশুকসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত মিলন খান (৩৭) কলাপাড়ার উপজেলার লালুয়া ইউনিয়নের বাসিন্দা।
গত শনিবার বিকাল সাড়ে ৫ টায় কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার এর মহল্লাপাড়া অটো স্টান্ড থেকে তাকে আটক করে ডিবি পুলিশ সদস্যরা এবং পরদিন বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেন। ডিবি পুলিশ সুত্রে, তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির এসআই সম্বিত রায়ের নেতৃত্বে গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর মিলনকে আটক করা হয়। পরে তার নিকট হইতে ৩ টি ব্যাটারী চালিত অটো ও ১ টি মিশুক যাহার বর্তমান বাজার মূল্য ৮ লক্ষ টাকা।
এ বিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন- আসামী মিলন খান দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ব্যাটারী চালিত অটো চুরি করে আসছিলো। অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply