সেলিম মাহবুব,সিলেট:
কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২৬৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার ভোররাতে উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রাম এলাকায় হিংড়া হাওরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার ও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের হাতে গ্রেফতার হারুন মিয়া উরপে তারুন মিয়া(৫৫) গোয়াইনঘাট উপজেলার গুজারকান্দি-রুস্তমপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ীরা মাদক বহন করে নিয়ে যেতে পারে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ থানার উপ-পরিদর্শক অজয় চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় ৫-৬ জন মাদক কারবারি পুলিশের উপস্থিতি
টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আর একজন মাদক কারবারিকে পুলিশ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রাম সংলগ্ন হিংড়া হাওর এলাকা থেকে গ্রেফতার করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর জানান, এ ঘটনায় ২ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ২২ রুজু করা হয়েছে।
Leave a Reply