সেলিম মাহবুব,সিলেট:
নৌ-পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নদীপথে ব্যবসা-বানিজ্য সহ সার্বিক নিরাপত্তা দিতে নৌ-পুলিশ কাজ করছে। ঈদুল ফিতর উপলক্ষে অপরাধ কর্মকান্ড পরিচালনা করার জন্য নদী পথকে বেচে নেয় অপরাধীরা। নৌ-পথে চাঁদবাজী, অবৈধ পন্য পরিবহন, নৌ-ডাকাতি সহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের বিরুদ্ধে নৌ-পুলিশ পরিচালনা করবে সাড়াসী অভিযান। এসব অভিযানে বিশেষ-বিশেষ ক্ষেত্রে নেয়া হবে থানা পুলিশের সহায়তা। নদীপথের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ-পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করতে চায়। এর জন্য ব্যবসায়ী, নৌ-যানের মালিক-শ্রমিক সহ সকলের সার্বিক সহায়তার প্রয়োজন। দেশের নৌ-পথে ছাতক অঞ্চল থেকে চাঁদাবাজী শুরু হয় বলে উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের মানুষের সহায়তা নিয়ে চাঁদাবাজীর কলংক দুর করতে চায় নৌ-পুলিশ। সোমবার দুপুরে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির উদ্যোগে শহরের পুরাতন কাষ্টম রোডে (ফাঁড়ির সামনে) ঈদুল ফিরত উপলক্ষে সকল অংশিদারদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন। এসময় ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির জন্য একটি স্পীডবোর্ড বরাদ্দ দেয়ার ঘোষনা দেন তিনি। ছাতক নৌ-পুলিশের এসআই বাদল পীরের সভাপতিত্বে ও এসআই ফরিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল রণজয় চন্দ্র মল্লিক, ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম। বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, ছাতক প্রেসক্লাবের অর্থ সসম্পাদক বিজয় রায়, ব্যবসায়ী নেতা আব্দুস সাত্তার, সামছু মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন স্তরের ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply