সেলিম মাহবুব,সিলেট:
সিলেট থেকে সুনাগঞ্জ যাবার পথে শান্তিগঞ্জের নোয়াগাঁও -দামোধরতপি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটি ও গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কায় পুলিশের এক উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার (৩১ মার্চ) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও- দামোধরতপি নামক স্থানে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন এএসআই মহিউদ্দিন(৩৫)৷ তিনি ছাতক থানায় কর্মরত ছিলেন। বর্তমানে সুনামগঞ্জ কোর্ট পুলিশের দায়িত্বে রয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হন পুলিশের আরেক এএসআই মামুন (৩৫)। তারা দু’জনই সুনামগঞ্জ কোর্ট পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে। এএসআই মামুন শ্রীমঙ্গল এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং আহত এ এস আই মামুনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ঢাকা মেট্রো- ১৫-৮৩৭৪, পুর্ব পাগলা ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন জানান, একজন ঘটনাস্থলে মারা গেছেন। তিনি পুলিশের লোক। গুরুতর আহত অন্যজনকে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply