কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ঘাগটিয়া চালা ওয়েলফেয়ার ক্লাব মাঠে অনুষ্ঠিত দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হান্নান শাহ্ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় অন্যান্যের মাঝে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, অ্যাড. ইকবাল হোসেন শেখ, অ্যাড. লুৎফর রহমান, অ্যাড. মতিউর রহমান, ফকির ইস্কান্দার আলম জানু প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ ও তাঁর সহধর্মিণী সহ বিভিন্ন ইউনিটের প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply