সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত আসাম বেঙ্গল সিমেন্ট ফ্যাক্টরি বর্তমানে বিসি আই সি র ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নতুন প্রজেক্টের (পিডি) প্রজেক্ট ডাইরেক্টর প্রকৌশলী আব্দুর রহমান বাদশাহকে সিমেন্ট ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কর্তৃপক্ষ বিসিআইসি’র এক দপ্তরাদেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পাওয়ায় গত ৩ এপ্রিল সকালে নতুন ব্যবস্থাপনা পরিচালককে নিজ কার্যালয়ে ফ্যাক্টরির শ্রমিক ইউনিয়ন সিবিএ রেজি নং- ১৬৬২ এর সভাপতি আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সিবিএ ও সমবায় সমিতির সদস্যবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এসময় ফ্যাক্টরির উন্নয়নও চলমান সকল সার্বিক সমস্যা নিয়ে নতুন ব্যবস্থাপনা পরিচালকের সাথে মতবিনিময় করছেন সিবিএ নেতৃবৃন্দ।
Leave a Reply