সেলিম মাহবুব,সিলেট:
কোম্পানিগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের ইছা -কলস গ্রামে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন শাহিন আহমদ (২৮)। তিনি ইছাকলস গ্রামের বতাই মিয়ার পুত্র। ঈদের দিন সন্ধ্যার পর এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানাগেছে,ব্যবসার সুবাদে উভয় পক্ষের লোকজন ঢাকায় থাকেন। ঢাকায় ইছাকলস গ্রামের শাহিন আহমদ ও একই গ্রামের মরম আলীর মধ্যে মনোমালিন্য ও হাতাহাতির ঘটনা ঘটে। এ জের ধরে ঈদের দিন সন্ধ্যায় গ্রামের রাস্তায় প্রতিপক্ষের লোকজন শাহিন আহমদকে ছুরিকাহত করে পালিয়ে যায়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে।
Leave a Reply