সেলিম মাহবুব,সিলেট:
ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা ও মহব্বত পুর গ্রামবাসীর সংঘর্ষে দু’ গ্রামের অর্ধশত লোক আহত হয়েছেন। রবিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড ফাঁকাগুলি ও টিয়ার সেল নিক্ষেপ করেছে। গুরুতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সুত্রে জানাগেছে, খুরমা গ্রামের আব্দুল খালিক ও মহব্বত পুর গ্রামের আবুল বসরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। রবিবার দু’পক্ষের দুই ছেলের মধ্যে বাক-বিতন্ডা ও মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে পাশাপাশি দু’গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকাগুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঘটনাস্থল থেকে মাও.আব্দুল হামিদ, আব্দুল খালিক ও নজির আহমদকে আটক করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ৩ জন আটকের কথার বিষয়ে তিনি স্বীকার করেছেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply