কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:এসএম মাসুদ
কাপাসিয়া উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এ এইচ এম কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা চেয়ারম্যান পদে বর্তামান চেয়ারম্যান মোঃ আমানত হোসেন খাঁন কে (মোটর সাইকেল) উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম কে( আনারস ) প্রতীক বরাদ্দ দেয়া হয়।
ভাইস চেয়ারম্যান পদে কাপাসিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি হাফিজুল হক চৌধুরী আইয়ুব কে ( টিয়া পাখি ) উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমান উল্লাহ শেখ ইমু কে (তালা) উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আফসার উদ্দিন আহমেদ কে ( টিউবওয়েল ) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ মোঃ মজিবুর রহমান কে (উড়োজাহাজ), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশন আরা সরকার কে( কলস) ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নাসরীন শিখা কে (ফুটবল )প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে ।
প্রতীক পাওয়ার সাথে সাথে প্রার্থী ও তাদের সমর্থনরা বিভিন্ন হাট বাজার, পাড়া মহল্লায় ও বাড়িতে বাড়িতে ব্যাপক ভোট প্রার্থনা করতে দেখা গেছে । কাপাসিয়া উপজেলার পরিষদ নির্বাচনে ভোট আগামী ৮ মে অনুষ্ঠিত হবে ।
Leave a Reply