মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরে অভিযানে ৫০০ পিস ইয়াবা ও নগদ দশ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে শহরের কান্দিভিটুয়া জোয়াদ্দারপাড়া থেকে মাদক সহ তাদের গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত হল, নাটোর সদর থানাধীন কান্দিভিটুয়া জোয়াদ্দার পাড়ার আব্দুল মজিদের ছেলে রাজু আহম্মেদ।
নাটোর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ -পরিদর্শক তাইজুল ইসলাম ও সহ উপ পরিদর্শক মোহাম্মদ আশরাফুরজ্জামান জানান , গোপন সংবাদের ভিত্তিতে শহরের কান্দিভিটুয়া জোয়াদ্দার পাড়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করেন।এ সময় রাজু আহম্মেদ এর বাসা থেকে অভিযান পরিচালনা করে তার শয়নকক্ষের আলমারির ডোয়ার থেকে ৫০০ পিস ইয়াবা ও মাদক ব্যাবসার দশ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।প্রাথমিক জিঙ্গাসাবাদে তিনি মাদক বিক্রীর কথা স্বীকার করে।
Leave a Reply