সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে সুরমা নদীতে সন্দেহ জনক ঘুরাফেরা এবং চাঁদাবাজ সন্দেহে ৪ জনকে আটক করেছে নৌ-পুলিশ। বুধবার ভোরে সুরমা নদী থেকে তাদেও আটক কওে ভ্রাম্যমান আদালতে হাজির করানো হয়। পরে আটককৃত উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-ছড়ারপার গ্রামের সুলেমান আলীর পুত্র আব্দুল হাসিম, দক্ষিন গনেশপুর-ছড়ারপার গ্রামের মৃত তেরা মিয়ার পুত্র কামিল হোসেন, কুচবাড়ী গ্রামের মাসুক মিয়ার পুত্র জামিল আহমদ ও লিলু মিয়ার পুত্র জুয়েল আহমদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না প্রত্যেকে ২০০ টাকা করে ধার্য ও জরিমানা আদায় করেন। বুধবার ভোরে ছাতক নৌ-পুলিশের এসআই আতিক আনোয়ারের নেতৃত্বে সুরমা নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ। এসময় একটি ছোট ইঞ্জিন চালিত নৌকা যোগে সুরমা নদীতে সন্দেহজনকভাবে ঘুরা ফেরা করছিল আটককৃতরা। নৌ-পুলিশের ধারনা, নদীতে থাকা নৌ-যান থেকে আটককৃতরা চাঁদা আদায় সহ নৌ-শ্রমিকদের বিরুদ্ধে অসস্থিকর পেিরবেশ সৃষ্টি করছিল তারা। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করালে প্রত্যেকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।
Leave a Reply