মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নাটোরের তিনটি উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত
নিরাপত্তা কর্মীদের কাছে নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে রিটার্নিং অফিসার এসব সামগ্রী হস্তান্তর করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান,আগামীকাল বুধবার নাটোরের সিংড়া উপজেলা, নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে সিংড়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ায়
ওই উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। এছাড়া নাটের সদর ও নলডাঙ্গা উপজেলায় সকল পদে নির্বাচন হবে। সিংড়া উপজেলায় মোট ৩১২৫৭০ জন, নাটোর সদরে ২৭২৩০২
জন ও নলডাঙ্গায় ১১৭১৫১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় জানান, ব্যালট
পেপার ছাড়া সকল নির্বাচনী সামগ্রী যথাযথভাবে বিতরণ করা হচ্ছে। ব্যালট পেপার আগামীকাল ভোরে স্ব স্ব কেন্দ্রে পৌঁছে
যাবে। কেন্দ্র্রগুলোর নিরাপত্তার জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।
Leave a Reply