সেলিম মাহবুব,সিলেট:
আসন্ন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছেন এডভোকেট চাঁন মিয়া। প্রার্থীতা বৈধতা পাওয়ার পর থেকে তিনি প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আগামী ২৯ মে দোয়ারাবাজার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এডভোকেট মোঃ চাঁন মিয়া আওয়ামী ঘরানার একজন রাজনীতিবিদ এবং বিজ্ঞ আইনজীবি। সুনামগঞ্জ জেলার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তাঁর ব্যাপক পদচারণা । ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত তিনি। যৌবনের শুরুতে বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে তৎকালে তিনি সকলের নজর কেড়েছেন। দীর্ঘদিন ধরেই রাজনীতি এবং আইন পেশার পাশাপাশি তিনি একজন শিক্ষা ও সংস্কৃতির অনুরাগী এবং এসবের পৃষ্ঠপোষকতা করে আসছেন।দোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ইতোমধ্যে তিনি সকলের নজর কেড়েছেন। একজন আলোকিত শিক্ষানুরাগী হিসেবে এডভোকেট মো.চাঁন মিয়া নিজ জন্মস্থান দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে হাজী নুর উল্লা তালুকদার দশগ্রাম উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি ছিলেন অগ্রণী ভুমিকায়। ওই শিক্ষা প্রতিষ্ঠানের কারণেই এলাকার সুবিধাবঞ্চিত ছেলে-মেয়েরা শিক্ষা গ্রহণ করার সুযোগ পাচ্ছে। পৌর শহরের ষোলঘরে প্রতিষ্ঠিত ‘আলী ফরিদ মেমোরিয়াল কিন্ডার গার্ডেন’ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইতোপূর্বে তিনি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এডভোকেট মো.চাঁন মিয়া রাজনৈতিক অঙ্গনে ক্লিন ইমেজধারী একজন ব্যক্তি। পেশাগত জীবনে তাঁর সততার জন্যই তিনি সব মহলে জনপ্রিয় মানুষ। সুনামগঞ্জের প্রয়াত মেয়র আয়ুব বখ্ত জগলুলের খুব কাছের মানুষ ছিলেন তিনি। ছাতক-দোয়ারাবাজার আসন থেকে বার-বার নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের আস্থা ভাজন ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত।
এডভোকেট চাঁন মিয়া বলেন, আমি ছাত্রথাকাকালীন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। প্রচলিত ধারার বাইরে গিয়ে রাজনীতির ময়দানে সবসময় নিজেকে সম্পৃক্ত রেখে মানুষের কল্যাণের জন্য নিবেদিত থাকার চেষ্টা করেছি। জনগণ আমাকে সমর্থন এবং নির্বাচিত করলে আমি দোয়ারাবাজার উপজেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রুপান্তরিত করতে চাই।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply