সেলিম মাহবুব,সিলেট:
শাল্লায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৮ মে ) দুপুরে উপজেলার চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোড়া ও আনারস প্রতীকের সর্মথকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮ টায় শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর পর থেকেই ঘোড়া প্রতীকের প্রার্থী অবনী মোহন দাস ও আনারস প্রতীকের প্রার্থী মগনেন্দ্র চন্দ্র সরকারের সমর্থকরা কেন্দ্রে আসা ভোটারদের নানা ভাবে প্রকাশ্যে তাদের পক্ষের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানায়। দুই পক্ষের সমর্থকরা একে অপরের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে উভয় পক্ষের১০ জন আহত হয়েছেন। শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে । কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply