কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েও থেমে নেই চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম।
তিনি (গত ৮মে) উপজেলা পরিষদ নির্বাচনে আমানত হোসেন খাঁনের সঙ্গে হাড্ডা হাড্ডি লড়াইয়ে পাঁচ হাজার সতশ”তিন ভোটের ব্যবধানে হেরে যান। তারপরও বসে নেই মাহবুব উদ্দিন সেলিম, শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে ছুটে যান সাধারণ ভোটারদের কাছে। উপজেলার সদর, দুর্গাপুর, চাঁদপুর কড়িহাতা, সনমানিয়া, তরগাঁও, ঘাগটিয়া, রায়েদ বারিষাব, টোক, সিংহস্রী ইউনিয়নের সাধারণ মানুষের কাছে কুশল বিনিময় করেন এবং ভোট দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি জনগণের পাশে থেকে সেবা করার। নির্বাচনে হারজিত থাকবেই। আমি পূর্বে থেকেই ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা সহযোগিতা করে আসছি, এখনো আছি আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ।
এ-সময় শুভেচ্ছা বিনিময়কালে সঙ্গে ছিলেন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ খান, মাহাবুবুল আলম মোড়ল, ইয়ামিন খান সমর, মনির হোসেন, আ: রউফ দর্জী,মোস্তাফিজুর রহমান সেলিম,মাসুদ খান,সোহরাব হোসেন, ইমাম হোসেন প্রমুখ।
আজ (১১ মে) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি সাথে ডাকবাংলোতে সাক্ষাত করে নির্বাচন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রী তাঁকে হতাশ না হয়ে আরো দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে বলেন। কাপাসিয়া রাজনৈতিক অভিজ্ঞ মহল মনে করেন আগামী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন মাহাবুব উদ্দিন সেলিম। ,
Leave a Reply