সেলিম মাহবুব,সিলেট:
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সনের এসএসসি পরীক্ষায় চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্থোলয় থেকে অংশ গ্রহণ করে নিহা নাগ গোল্ডেন জিপিএ- ৫, লাভ করেছে। সে ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা, ছাতক ক্লাব রোডের স্নেহলতা প্রিন্টিং প্রেসের স্বত্বাধীকারি এবং ক্লাব রোড সবুজ সাথী ব্যবসায়ি সমিতির সভাপতি ও পৌর সনাতনী ঐক্য পরিষদের সভাপতি সুবীর নাগ ভাস্কর ও গৃহীনি নিবেদিতা নাগ লাভলীর কন্যা। ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী নিহা নাগ সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন।
Leave a Reply