মোহাম্মদ মাসুদ
চোরাই গাড়ি লুকিয়ে রেখে নাম্বারপ্লেট খুলেও শেষ রক্ষা হয়নি। সিএমপির চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের টিম-৪২ কর্তৃক চোরাই প্রাইভেট কারসহ ০১ জন আটক।
১৩মে, (মঙ্গলবার) বিকাল ৪টায় জড়িত শিশু আবীর হোসেন আলিফ (১৭)-কে শনাক্তপূর্বক হেফাজতে নেন।
তথ্যমতে,০৬মে, বিকাল ৩টা টা থেকে ৫টার মধ্যে যে-কোনো সময় পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর মোবারক আলী সওদাগর রোডস্থ একটি ভবনের পার্কিং থেকে অজ্ঞাতনামা চোর/চোরেরা একটি রূপালী রঙের প্রাইভেট কার চুরি করে নিয়ে যায়। উক্ত বিষয়ে গাড়ির মালিক মোহাম্মদ মাসুদ উদ্দীন বাদী হয়ে পাঁচলাইশ থানায় এজাহার দায়ের করেন।
উপ-পুলিশ কমিশনার ডিবি (বন্দর ও পশ্চিম) জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতি. উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবিরের নির্দেশনায় পুলিশ পরিদর্শক রমিজ আহমদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্য প্রযুক্তি ব্যবহার এবং গোপন সংবাদে আসামিকে আটক করে।
তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন ০৬ নং ওয়ার্ডস্থ ইয়াছিন হাজির বাড়ির, নজরুল ভবনের পার্কিং হতে আবীর হোসেন আলীফের হেফাজত ও দেখানোমতে বাদীর চুরি যাওয়া প্রাইভেট কারটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আলীফ স্বীকার করে যে, সে গত ০৬মে, বিকাল ৪টায় সময় তার বাবার ব্যবহৃত গাড়ির চাবি দিয়ে বাদীর প্রাইভেট কারটি সুকৌশলে ঘটনাস্থল থেকে চুরি করে নিয়ে তার খালার বাসা নজরুল ভবনের পার্কিংয়ে লুকিয়ে রাখে এবং গাড়িটিকে যাতে শনাক্ত করা না যায় সেজন্য বাদীর চুরি যাওয়া প্রাইভেট কারের সামনের ও পিছনের নাম্বারপ্লেট খুলে রাখে।
Leave a Reply