সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে এক গুনিজনের নাম কবি এস,এম,শরীয়ত উল্লাহ। একাধারে লেখক, কবি ও গীতিকার তিনি। তার লিখা অসংখ্য গান, কবিতা,গজল ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের সমাজ ও এলাকায়। এস এম শরীয়ত উল্লাহ ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের খুরমা গ্রামের বাসিন্দা। পিতা মরহুম আইন উল্লাহ ও মাতা মরহুমা কটুজা বেগম। তিনি তালিকাভুক্ত গীতিকার বাংলাদেশ টেলিভিশন ও উপদেষ্টা সিলেট বিভাগীয় গীতিকার সংসদ, সহ-সভাপতি সুনামগঞ্জ জেলা গীতিকার ফোরাম। প্রধান উপদেষ্টা ছাতক-দোয়ারা গীতিকবি পরিষদ। কবি এসএম শরীয়ত উল্লাহ পেশায় একজন লেখক ও গীতিকার। আগে চাকুরী করতেন বর্তমানে এসব ছেড়ে দিয়েছেন। তার লেখা অসংখ্য গান, কবিতা, সাহিত্য, উপন্যাস, নাটক ও গজল রয়েছে। এক হিসেবে পাওয়া গেছে তার লিখা গানের সংখ্যা, ২৫০০টি, কবিতা ৪০০, গণসংগীত ৫০ ও গজল ৪৭০ টি। কবি এস এম শরীয়ত উল্লাহ প্রকাশিত গ্রন্থ ১৩ টি এরমধ্যে ১.দরবেশ শাহজালাল (রঃ)জীবনী, ২.হযরত শাহপরান রঃ(জীবনী), ৩. সুফি সাধক শিতালং শাহ (সম্পাদনা), ৪.হৃদয়ে তুমি। (উপন্যাস), ৫.জলন্ত প্রেম (উপন্যাস), ৬.মদিনার ফুল। (গজল), ৩ খন্ড। ৭.প্রতিভা -সংগীত (সম্পাদনা), ৮.মাটির সারিন্দা সংগীত (সম্পাদনা), ৯. ইসলামী সংগীত(গজল) ১০.ঝলক। (শানে ফুলতলী)সহ অপ্রকাশিত রয়েছে আরো ৯টির মতো বই। ইমরান হাসান খালেদ নামের তার এক শুভাকাঙ্ক্ষী ও স্বজন গত ২৬-৪-২০২৪ইং রোজ শুক্রবার এসব তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। দাম্পত্য জীবনে কবি এস এম শরীয়ত উল্লাহ ৩ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। স্ত্রী সহ মোট ৬ সদস্যের সংসার তাদের।চাকুরী-প্রথমে প্রাইমারী স্কুলে অতপর মাদ্রাসায়ও কিছু দিন চাকুরী করেছেন। বর্তমানে লেখা- লেখির পাশাপাশি পারিবারিক ও সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছেন। আসুন আমরা এই প্রতিভাবান ব্যক্তিকে সমাজে তুলে ধরতে কাজ করে যাই। সমাজে তার অনেক অবদান রয়েছে। একজন সমাজ সেবক ও গুনী সংগঠক হিসেবে ও তিনি পরিচিত।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply