সেলিম মাহবুব,সিলেট:
সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য,সাবেক চেয়ারম্যান দোয়ারাবাজারের মোঃ শাহজাহান মাষ্টারকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কাছে পাঠানো সুপারিশ পত্রের অনুলিপি দেয়া হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী, সহ সভাপতি এ জেড এম জাহিদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা.শাখাওয়াত হোসেন জীবনের কাছে।দলীয় নির্দেশনা অমান্য করে মোঃ শাহজাহান মাষ্টার দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম জুয়েলের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করে স্থানীয় বোগলা বাজারে বক্তব্য রেখেছিলেন। যা দলীয় শৃঙ্খলা বিরোধী। এজন্য জেলা বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছিল। নোটিশের জবাবে তিনি লিখিত ক্ষমা প্রার্থনা করেছেন। এবং ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কোন কাজে লিপ্ত হবেন না বলে জানিয়েছেন। কিন্তু সাবেক ইউপি চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য মোঃ শাহজাহান মাষ্টার ২২ মে তারিখে আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দোয়ারা বাজার উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম জুয়েলের পক্ষে নির্বাচনী প্রচারনায় আংশ গ্রহন করে বক্তব্য রেখেছেন। (যা রেকর্ড সংরক্ষণ আছে)। এমতাবস্থায় বার-বার দলীয় শৃঙ্গলা ভঙ্গ করা বা দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে সাময়িক বহিষ্কার করে জেলা বিএনপির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং মোঃ শাহজাহান মাষ্টারকে দল থেকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ প্রেরণ করা হয়েছে।
Leave a Reply