মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
পটুয়াখালী ৭নং কালিকাপুর ইউনিয়নের হেতালিয়া বাঁধঘাট ৩নং ওয়ার্ডের সিকদার বাড়ীতে আপন ভাই মাহাবুব সিকদারকে কুপিয়ে গুরুতর যখম, আজ রবিবার সকাল আনুমানিক ৯টার সময় আপন ভাই মস্তফা সিকদার ও ভাতিজা পারভেজ সহ তিন জন মিলে চাচাকে কুপিয়ে গুরুতর যখম করেছে, পরে মাহাবুব সিকদার এর ডাক চিৎকার শুনিয়া স্থানীয় লোকজন এসে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
সরেজমিনে গিয়ে জানা যায় মাহাবুব সিকদার এবং মস্তফা সিকদার আপন দুই ভাই, তাদের নিজেদের ভিতরে জমি জমা নিয়ে মামলা চলমান, তবে তাদের মায়ের জমি নিয়ে, দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলিয়া আসতেছে, মস্তফা সিকদার তার নিজের নামে মায়ের সকল সম্পত্তি লিখে নেওয়ার জন্য পায়তারা চালায় এবং মাকে জিম্মি করে আটকে রাখে।
ঘটনার আগের দিন রাতে তার মা মাহাবুব সিকদার এর ঘরে ঘুমিয়ে ছিল খুব ভোরে উঠে, মস্তফা সিকদার তার মাকে জিম্মি করে নিয়ে যায় এবং মাহাবুব সিকদার তার মাকে খুঁজতে থাকে, মাহাবুব সিকদার রাজমিস্ত্রীর কাজ করেন, তার বাসার সামনেই তার কর্মস্থল সেখানে যাওয়ার পথে তার ভাতিজা পারভেজ সহ তিন জন
বসা ছিল রাস্তায় মাহাবুবকে দেখে ভাতিজা পারভেজ তার চাচাকে গালাগালি করলে তার চাচা বলেন কিরে বাবা গালাগালি করো কেন, এর পরেই পারভেজ তার চাচার এক হাত ধরে এবং তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে পর পর কয়েকটি কোপ মারলে চাচা মাহাবুব সিকদার মাটিতে পড়ে গেলে, পারভেজ সেখানে থেকে পালিয়ে যায়।
এব্যপারে পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, আসামিরা হলেন ১/পারভেজ ২/মস্তফা ৩/মরিয়ম
এদের কাউকে এখনো এরেস্ট করা হয়নি, পারভেজ সহ তিন পলাতক আছেন।
এব্যপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ বলেন অভিযোগ পাওয়া গেছে তবে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
এঘটনার জন্য স্থানীয় লোকজন তিব্র নিন্দা জানান এবং এর সঠিক বিচারের জন্য দাবি জানান এলাকাবাসী।
Leave a Reply