সৈয়দ মুনিরুল হক নোবেল :
জামালপুর সদর উপজেলা ভূমি অফিসে মিলছে না সেবা অধিকন্তু ঘুষ দূর্নীতিতে সেরাপ্রার্থীদের হয়রানি চরমে পৌঁছেছে। এ উপজেলার ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘসূত্রী দূর্নীতির কারণে চলছে চরম অব্যবস্থাপনা ও অরাজকতা। যার ফলে এই উপজেলার সাধারণ মানুষের ভূমি সেবাগ্রহণ সংক্রান্ত সকল কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। প্রতিনিয়ত হয়রানি আর আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা। এদিকে দীর্ঘদিন যাবৎ একই স্থানে কাজের সুবাদে কিছু কর্মচারীর মধ্যে তৈরি হয়েছে দুর্নীতির প্রবণতা।এদিকে অন্যান্য ভূমি অফিসের মতো জামালপুর পৌর ভূমি অফিসেও ক্যাশলেস অফিস লেখা থাকলেও আড়ালে আবডালে যেন ক্যাশপ্লাস সার্ভিস অফিস হয়ে গেছে। টাকা ছাড়া মিলছে না পৌর নায়েবের কোন প্রতিবেদন।
এদিকে জামালপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত পিয়ন নজরুলের ঘুষ বাণিজ্য আর দূর্নীতির পাগলা ঘোড়া লাগামহীন গতিতে ছুটে চলছে।তার কাছে জিম্মি হয়ে অতিরিক্ত অর্থ খোয়াচ্ছে সেবাপ্রার্থী সাধারণ মানুষ। তারা চরম অসহায়ত্ব নিয়ে
খারিজ দালাল খ্যাত পিয়ন নজরুলের হাতে খারিজ প্রতি তুলে দিতে বাধ্য হচ্ছে ছয় থেকে দশ হাজার টাকা। আর অতিরিক্ত টাকা হাতিয়ে রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে এই নজরুল পিয়ন। তার কেতাদুরস্ত বেশ ভূষা আর হাবভাবে সবাই তাকে পৌর ভূমি অফিসের নায়েব ভেবে প্রতিনিয়ত ভুল করে। আর সে কারণে তার খপ্পরে পড়ে অতিরিক্ত অর্থ খোয়াচ্ছে সেবাপ্রার্থীরা। কারণ ভূমি সেবা আইন আর নিয়ম কানুন সম্পর্কে তাদের জ্ঞানের অভাব থাকায় এই সুযোগ নিচ্ছে নজরুল। এদিকে জামালপুর পৌর ভূমি অফিসের নায়েব ইমান আলীর অনুপস্থিতিতে নজরুল এই অফিসের হর্তাকর্তা সেজে বসে। আরও অভিযোগ আছে, এই পৌর ভূমি অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র, বুক-ভলিয়মসহ নানা গোপনীয় তথ্যাদির নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে ওর কারণে। ইতিপূর্বে ও নানা অভিযোগে অন্যত্র বদলী হলেও তদবীর করে এসিল্যন্ড অফিসে পিয়ন হয়ে এসে পৌর ভূমি অফিসকে দূর্নীতির আখড়ায় পরিণত করে ফেলেছে। অনতিবিলম্বে ওর বিরুদ্ধে দূর্নীতির সকল অভিযোগ তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী সেবাপ্রার্থীরা। (চলবে)
Leave a Reply