কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া সদর বাজারে আগুনে পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বুধবার (০১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে পূর্ব বাজারের হরি মন্দির সংলগ্ন গৌতম বণিকের রঙের দোকানে এ ঘটনা ঘটে। এতে আশপাশে আরও চারটি দোকান আগুনে পুড়ে বশীভূত হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, রঙের মেলা দোকানের মালিক গৌতম বনিক জানান, প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়, এর মধ্যে পার্শ্ববর্তী শীতল মন্ডলের পাখির দোকানে অন্তত ২০০ পাখিসহ পাখির খাবারও আসবাবপত্র আগুনে পুড়ে প্রায় ২ লক্ষ টাকা, লিটন বনিক
জি এন ট্রেডার্স এর মালামাল পুড়ে অন্তত ৮ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি, হার্ডওয়ারের দোকানে সুশান্ত মল্লিকের এক লক্ষ আশি হাজার টাকার ক্ষয়ক্ষতি এবং লিটন ঘোষের হার্ডওয়ারের দোকানে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। এ বিষয়ে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আফজাল হোসেন জানান, এই বাজারে প্রায় ২৫০০টি দোকান আছে। আজ সকালে আনুমানিক সাড়ে নয়টার দিকে বাজার ব্যবসায়ী গৌতম বণিকের দোকানে প্রথম আগুন লাগে। পরে আগুন মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রশাসনের কাছে জোড় দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট এর ক্যাপ্টেন মাহফুজুর রহমান মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমাদের ফায়ার সার্ভিস টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনতে কাপাসিয়া থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। আগুন লাগার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply